বিএসএফের গুলিতে গুরুতর আহত গরু ব্যবসায়ী আশরাফ

  © ফাইল ফটো

ঝিনাইদহের মহেশপুরে ভারতের অভ্যন্তরে গরু আনতে গিয়ে রিপন খলিফা (৩০) নামে এক বাংলাদেশি বিএসএফের গুলিতে গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

আহত রিপন মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা। সে বাঘাডাঙ্গা গ্রামের আশরাফ খলিফার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, একদল গরু চোরাকারবারী তারকাঁটার বেড়া কেটে ভারতীয় সীমান্ত পিলার ৬০/৬৬-আর হতে ৩৫০গজ অভ্যান্তরে গরু আনার উদ্দেশ্যে প্রবেশ করে। সেখানে ৮ব্যাটালিয়ন বিএসএফের দায়িত্বপূর্ণ এলাকা রামনগর বিএসএফ ক্যাম্পের টহলরত দল তাদের উপর গুলি বর্ষণ করে। এতে রিপন খলিফার বাম পায়ে গুলিবিদ্ধ হয়। সেসময় বিএসএফ রিপনকে ভারতের অভ্যান্তরে কৃষ্ণনগর হাসপাতালে ভর্তি করে।

শুক্রবার বিকেলে বাঘাডাঙ্গা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বাংলাদেশি নাগরিককে ফেরত চাওয়া হয়। বিএসএফ জানায়, তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বর্তমানে রিপন কৃষ্ণনগর হাসপাতালে চিকিৎসাধীন আছে।


সর্বশেষ সংবাদ