কিশোর গ্রুপের দ্বন্দ্বে ফের প্রাণ ঝরল রাজধানীতে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯, ১০:৪২ AM , আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ১০:৪২ AM
রাজধানীতে কিশোর গ্রুপের সংঘর্ষে আবারও একজনের মৃত্যু হয়েছে। মুগদা এলাকায় সশস্ত্র সংঘবদ্ধ দলের হামলায় নিহত হয়েছে মাহিম রহমান (১৭) নামে এক কিশোর। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করছে পুলিশ। তবে প্রত্যক্ষদর্শী কিশোরদের দাবি, জ্যেষ্ঠতা নিয়ে মতবিরোধে সংঘর্ষে প্রাণ গেছে মাহিমের।ছেলের মৃত্যুতে আর্তনাদ করছেন তার মা রোজিনা রহমানের।
জানা গেছে, যাত্রাবাড়ীর বাসিন্দা মাহিম বন্ধু মনার সঙ্গে দেখা করতে শুক্রবার বিকেলে মান্ডা এলাকার বালুর মাঠে যান। সেখানে আড্ডায় মেতেছিলেন তিন বন্ধু। সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ ২০-৩০ জন রামদা, ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায়।
এসময় দেহে ধারালো অস্ত্রের আঘাত নিয়ে দু’জন পালিয়ে গেলেও আটকা পড়েন মাহিম। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় মুগদা হাসপাতালে নিয়ে গেলে মাহিমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ময়নাতদন্তের জন্য মরদেহ নেয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়। এ ঘটনায় দোষীদের বিচার চেয়েছেন মাহিমের বাবা। এছাড়া আসামিদের ধরতে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।