ইয়াবাকাণ্ডে তিন পুলিশ সদস্যকে গণপিটুনি

ইয়াবা দিয়ে দুই যুবককে ফাঁসানোর অভিযোগে গণপিটুনির শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য ও তাদের দুই সোর্স। গণপিটুনির পর বিক্ষুব্ধ জনতা ওই তিনজন সদস্য ও তাদের দুই সোর্সকে আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুর উপজেলার সীমান্তবর্তী হতিয়া রাজাবাড়ি গালর্স স্কুল বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

গণপিটুনির শিকার পুলিশ সদস্যরা হলেন, বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজুল ইসলাম, কনস্টেবল রাসেল ও গোপাল সাহা স্বপন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আলী হোসেন ও নাসির জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির পুলিশের সোর্স হাসানসহ দুই যুবক প্রথমে ঐ বাজারে গিয়ে ফরহাদ মিয়ার ছেলে বজলুর রশিদকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। এ নিয়ে কথা কাটাকাটি হলে পুলিশের দুই সোর্স মির্জাপুর উপজেলার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজুল ইসলাম ও কনস্টেবল গোপাল সাহা ও রাসেলকে জানায়। সোর্সের খবর পেয়ে একটি সিএনজি নিয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিগারেট এর প্যাকেটের ভিতর ইয়াবাসহ মাদক দিয়ে অপর দুই যুবককে মাদক ব্যবসায়ী হিসেবে ফাঁসানোর চেষ্টা করে। আশপাশের লোকজন তাদের সিএনজি ঘেরাও করে তিন পুলিশ ও দুই দলাল চক্রের সদস্যকে আটক করে গণপিটুনি দেয়।

খবর পেয়ে মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম এবং সখীপুর থানার ওসি(তদন্ত) লুৎফুল কবিরসহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপংকর ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। ঘটনা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ