২৪ জানুয়ারি ২০২৬, ০৮:২৫

শ্রীপুরে সালিশি বৈঠকে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৫

হত্যাকাণ্ডের শিকার নুরুজ্জামানের বাসার সামনে মানুষের ভিড়  © টিডিসি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সালিশি বৈঠকের নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙিলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবকের নাম মো. নুরুজ্জামান (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সাইল্লাবাউলা গ্রামের মোহাম্মদ জাহের খানের ছেলে। নুরুজ্জামান রঙিলা বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে এক্সাভেটর চালানোর কাজ করতেন।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা খাতুন শুক্রবার বিকেলে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে পুলিশ জানায়, নুরুজ্জামান যে বাসায় ভাড়া থাকতেন, তার পাশের কক্ষে এক নারী পোশাক শ্রমিক বসবাস করতেন। ওই নারী অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকেলে গোসলের সময় দেয়ালের ওপর দিয়ে নুরুজ্জামান তার ভিডিও ধারণ করেছেন। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। পরে সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য একটি সালিশি বৈঠক বসানো হয়। অভিযোগ রয়েছে, ওই বৈঠকেই নুরুজ্জামানকে পিটিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন: বিএনপি অফিসের আলোকসজ্জার ছবি তোলায় জামায়াতের নির্বাচনী সভায় হামলা, ভাঙচুর

নিহতের ভাই কামাল হোসেন বলেন, ১৩ বছর ধরে আমার ভাই এই এলাকায় থাকেন। আমিও গাজীপুরে থাকি। ওরা আমার ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে। এখন পর্যন্ত ভাইয়ের মোবাইল ফোন পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা কী, সেটাও আমরা জানি না। অপরাধ করলেই কি একজন মানুষকে মেরে ফেলতে হবে? ভাইয়ের মাথা ও গলায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পুরো বাথরুম রক্তে ভরে ছিল। যদি না মারত, তাহলে তারা পালিয়ে গেল কেন?

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম আরও জানান, নিহতের মাথা ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সালিশের নামে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে মৃত্যু নিশ্চিত করে ঘর তালাবদ্ধ করে অভিযুক্তরা পালিয়ে যায়।

তিনি বলেন, যে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়েছে বলে অভিযোগ, সেটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।