ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে এলোপাতাড়ি গুলি, নিহত ১
পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালের সামনে এলোপাতাড়ি গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে তাকে কয়েকজন দুর্বৃত্ত গুলি করে হত্যা করে বলে জানা গেছে।
নিহত যুবকের শরীরে অন্তত চারটি গুলি পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নিহত ব্যক্তির নাম তারিক সাইফ মামুন (৫৫)। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনী এলাকায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন: ‘অফিস কক্ষে রাজনৈতিক নেতাদের সঙ্গে মিটিং করছিলেন রেজিস্ট্রার’, ঘটনার বর্ণনায় যা বললেন আম্মার
দুর্বৃত্তদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, গুলির পর আহত অবস্থায় যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি জোনের এসি ফজলুল হক জানান, নিহত ব্যবসায়ীর বয়স আনুমানিক ৫০ বছর। ন্যাশনাল মেডিকেল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয় তাকে। পরে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।