২৬ অক্টোবর ২০২৫, ১৯:৩৪

গহিন পাহাড় থেকে চার নারী ও এক শিশু উদ্ধার

টেকনাফের হাবিরছড়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা চার নারী ও এক শিশুসহ আটক পাচারকারী  © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের হাবিরছড়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকা থেকে চার নারী ও এক শিশুকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধারের পাশাপাশি এক মানব পাচারকারীকেও আটক করা হয়।

আটক ব্যক্তি টেকনাফ সদর হাবিবছড়ার ১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদ হাসান (৫৫)। আজ রবিবার (২৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর। 

তিনি বলেন, আটককৃত পাচারকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে নারী ও শিশুসহ একদল মানুষকে টেকনাফের হাবিরছড়া এলাকার গহীন পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে। (২৬ অক্টোবর) রাত ২টার দিকে কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি বিশেষ দল যৌথভাবে অভিযান পরিচালনা করে। 

অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে চার জন নারী ও এক শিশুসহ মোট পাঁচ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় এক মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: অছাত্র ও ছাত্রলীগ দিয়ে কমিটি গঠনের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের

উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাচারের ফাঁদে ফেলে। পাচারের আগে তাদের পাহাড়ি এলাকায় বন্দি করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চেষ্টা চালানো হতো।

কোস্ট গার্ড জানায়, পাচারকারীরা পরবর্তী সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে বোটযোগে ভুক্তভোগীদের মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করেছিল। উদ্ধারকৃত ব্যক্তি ও আটক মানব পাচারকারীর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।