১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৭

আনোয়ারায় শিবিরের অভিযোগের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রদলের বিক্ষোভ  © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারায় জামায়াত-শিবিরের অভিযোগ মিথ্যা দাবি করে পাল্টা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়কালী বাজার থেকে মিছিলটি শুরু হয়ে আনোয়ারা সদর প্রদক্ষিণ শেষে ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা ছাত্রদলের নেতা মোফাচ্ছের হোসেন জুয়েলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে জামায়াত-শিবির দেশজুড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। ছাত্রদল অতীতে যেমন এসব নৈরাজ্যের মোকাবিলা করেছে, ভবিষ্যতেও দাঁতভাঙা জবাব দেবে। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা সামনে রেখে কোনো অরাজকতা সৃষ্টি হলে তা প্রতিহত করার ঘোষণা দেন তারা।

আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন বলেন, ‘দেশনায়ক তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, একটি অশুভশক্তি দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। আজ আমরা বুঝতে পারছি, এই অশুভশক্তি হলো জামায়াতে ইসলামী ছাত্রশিবির।’

উপজেলা ছাত্রদল নেতা মোফাচ্ছের হোসেন জুয়েল দাবি করেন, ‘শিবির গোপনে রাজনীতি করছে। আমরা বলি, ওপেন রাজনীতি করুন। আমাদের বিরুদ্ধে যে হামলার অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা সেদিন কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ব্যস্ত ছিলাম।’

আরও পড়ুন: শীর্ষ ৫৪ পদের মধ্যে ছাত্রদলের একমাত্র জয় জগন্নাথ হলে

প্রধান অতিথি ইসমাইল বিন মনির বলেন, ‘এক বছর পার হলেও দেশের পরিস্থিতি অস্থিতিশীল। গণমাধ্যমে দেখেছি, কয়েকজন শিবিরকর্মী কলেজে না এসে বাইরে থেকে নাটক সাজাচ্ছে যে ছাত্রদল তাদের ওপর হামলা করেছে। দেশের মানুষ এসব বুঝে গেছে।’

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূর শাহেদ রিপন, রুবায়েত খাঁন সিফাত, শফিউল আলম চৌধুরি, আনিসুর রহমান আরাফাতসহ উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এছাড়া বটতলী কলেজ ছাত্রদলের সভাপতি মো. তারেক, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিব, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. ইমরান হোসেন, যুগ্ম সম্পাদক আরমান সায়ীদ মাহিম, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, প্রচার সম্পাদক ইমনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন।

শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান, যুগ্ম সম্পাদক শেজাম ও আরফাতসহ অঙ্গসংগঠনের নেতারাও বিক্ষোভে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এর আগের দিন বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আনোয়ারা সরকারি কলেজ ছাত্রশিবির ও উপজেলা ছাত্রশিবিরের ওপর ছাত্রদলের হামলার অভিযোগে থানায় মামলা দায়ের ও বিক্ষোভ মিছিল করেছিল ইসলামী ছাত্রশিবির।