গাজীপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই
গাজীপুর মহানগরের গাছা এলাকায় ওষুধ কোম্পানির এক প্রতিনিধিকে কুপিয়ে দেড় লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ আগস্ট) রাত ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত প্রতিনিধি আশিক চৌধুরী (৩২) ব্রাহ্মণবাড়িয়ার দুর্গাপুর এলাকার আলম চৌধুরীর ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতে বড়বাড়ি এলাকা থেকে অটোরিকশায় করে বোর্ডবাজার যাচ্ছিলেন আশিক। ওই অটোরিকশায় আগেই যাত্রী সেজে বসেছিল দুর্বৃত্তরা। গাছা এলাকায় পৌঁছালে অটোরিকশাচালকসহ চারজন মিলে আশিকের ওপর হামলা চালায়। তারা আশিকের কাছ থেকে দেড় লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আশিক বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তারা নগদ টাকা ও ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুন: ইবির শিক্ষকবাহী কোস্টারের সঙ্গে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আশিককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা ও আশপাশের এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিশেষ করে রাতের বেলা অটোরিকশা, পিকআপ কিংবা বাসে যাত্রী সেজে দুর্বৃত্তরা উঠে যাত্রীদের টাকা-পয়সা ও মালামাল ছিনিয়ে নেয়। পুলিশের নিয়মিত টহল না থাকায় ছিনতাইকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে দেড় লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।