কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
কুড়িগ্রামের কচাকাটায় মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কর খান (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের সাধুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর স্থানীয় পূর্বকেদার (সাধুর মোড়) এলাকার মৃত সুজাব আলী খানের ছেলে।
স্থানীয়রা জানান, বক্কর কাজ শেষে বাড়ি ফেরার পথে কচাকাটা এলাকায় পৌঁছালে ভূরুঙ্গামারী থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা শুরু হওয়ার মুহূর্তে তিনি মারা যান।
আরও পড়ুন: রাতে জামিনে কারামুক্ত শমী কায়সার
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, আবু বক্কর গুরুতর আঘাত ও প্রচুর রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন।
কচাকাটা থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মো: ইব্রাহিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।