১৮ জুলাই ২০২৫, ১১:৩০

অনৈতিক সম্পর্কের জেরে যুবক খুন, স্ত্রীসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছাত্রলীগের সাবেক নেতা সাব্বির আহমেদ  © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে অনৈতিক সম্পর্কের জেরে ছুরিকাঘাতে কামরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগের সাবেক নেতা সাব্বির আহমেদ (৩২) ও তার স্ত্রী সুলতানা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) জয়পুরহাট জেলার পাঁচবিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকায় গত ১৫ জুলাই রাতে এ ঘটনা ঘটে। নিহত কামরুল স্থানীয়ভাবে একজন পরিচিত যুবক ছিলেন। আসামি সাব্বির আহমেদের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক ছিল বলে পুলিশ জানিয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পাঁচবিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি সাব্বির আহমেদকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার রাতে দত্তপাড়া এলাকায় রাস্তায় হাঁটার সময় কামরুলের ওপর ছুরি নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আরও পড়ুন: মুক্তিপণ পাঠাতে বিকাশ নম্বর দেয় অপহরণকারীরা, সেই সূত্রেই উদ্ধার তিন ছাত্র

ঘটনার পর নিহত যুবকের ভাই মো. কামাল উদ্দিন বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা করেন। এতে সাব্বিরকে প্রধান আসামি করা হয়। মামলার তদন্তে পুলিশ জানতে পারে, তাঁর স্ত্রীর সঙ্গে কামরুলের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহে জড়ান দু’জন। এতে দ্বন্দ্ব চরমে ওঠে এবং একপর্যায়ে হত্যাকাণ্ড ঘটানো হয়। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর বুধবার রাতে পুলিশ সুলতানাকেও গ্রেপ্তার করে।

ওসি ফরিদুল ইসলাম বলেন, সাব্বির এক সময় স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তদন্তে দেখা যাচ্ছে, পারিবারিক সম্পর্ক থাকলেও স্ত্রীকে কেন্দ্র করে তাদের মধ্যে চরম বৈরিতা তৈরি হয়। এ দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত।

গ্রেপ্তারকৃত দু’জনকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়।