হবিগঞ্জে সিআইডি পরিচয়ে শিক্ষককে অপহরণের চেষ্টা, আটক ২
হবিগঞ্জের নবীগঞ্জে সিআইডি পরিচয়ে এক সহকারী শিক্ষককে অপহরণের চেষ্টাকালে দুই প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে উপজেলার কুর্শি ইউনিয়নের ভূবিরবাক গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন মহিবুর রহমান পান্না (৪২) ও আমির হোসেন (৪০)।
জানা যায়, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ রতন দাশের বাড়িতে মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি নিজেদের সিআইডির সদস্য পরিচয় দিয়ে তাকে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেন। তারা দাবি করেন, পলাশের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
শিক্ষক পলাশ রতন দাশ জানান, অভিযুক্তরা প্রথমে একজন ‘জয়ন্ত সরকার’কে চেনেন কি না, তা জানতে চান। এরপর তাকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে চান। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে প্রতারকদের আটক করেন। পরিচয় জানতে চাওয়া হলেও তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি।
আরও পড়ুন: ছাত্রদলের কোন্দলে-সংঘর্ষে ১০ মাসে নিহত ৪১
স্থানীয় লোকজন দুই প্রতারককে আটক করে কুর্শি ইউনিয়ন পরিষদে নিয়ে যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে একটি রানার ১০০ সিসি মোটরসাইকেল, দুটি মানিব্যাগ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি বাটন মোবাইল জব্দ করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।