জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চান আইজিপি
জাতীয় নির্বাচনকে ঘিরে ডিএমপির কর্মকর্তাদের মানসিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। এ সময় তিনি বলেন, দলমত নির্বিশেষে জাতীয় স্বার্থে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জনগণকে একটি সফল নির্বাচন উপহার দিতে হবে।
আজ বুধবার (১৮ জুন) ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমন কার্যক্রম পর্যালোচনায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই কথা বলেন তিনি।
আইজিপি বলেন, জনগণের কল্যাণে শতভাগ নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালন করে এই প্রক্রিয়া সফল করতে হবে। নির্বাচনের সময় যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবসময় প্রস্তুত থাকবে।
আরও পড়ুন: রাজধানীতে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার
সভায় তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধান পুলিশের দায়িত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই প্রতিটি পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে হতে হবে আরও নিষ্ঠাবান ও আন্তরিক। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ডিএমপি হচ্ছে বাংলাদেশ পুলিশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট, এটি থেকে জনগণ সর্বোচ্চ পেশাদারিত্ব ও সেবা প্রত্যাশা করে।
আইজিপি নির্দেশনা দিয়ে বলেন, মোবাইল ডিউটি, গার্ড ডিউটি কিংবা কূটনৈতিক এলাকায় দায়িত্ব পালনের সময় সর্বদা সচেতন ও প্রস্তুত থাকতে হবে। দায়িত্বপালনের সময় মোবাইল ফোন ব্যবহার না করে মনোযোগ ধরে রাখা জরুরি।
সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের সনাক্ত করে গ্রেফতারে আরও বেশি মনোযোগী হতে হবে। তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ডিবিসহ পুলিশের সব ইউনিটকে আরও কার্যকর হতে হবে। নির্বাচনের সময় শতভাগ নিরপেক্ষ থেকে জনগণকে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: শিবির কর্মীকে আয়নাঘরে নির্যাতন, র্যাব কর্মকর্তা গ্রেপ্তার
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ রাজনৈতিক সহিংসতা ও নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে সর্বোচ্চ সতর্কতার আহ্বান জানান। বিশেষ করে দাগী আসামিদের বিরুদ্ধে থাকা গুরুত্বপূর্ণ ওয়ারেন্ট দ্রুত তামিলের ওপর জোর দেন তিনি।
অপরদিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম মাঠ পর্যায়ে কাজের গতি বাড়ানোর পাশাপাশি জুলাই আন্দোলন সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দেন। তিনি বলেন, ঝটিকা মিছিল প্রতিরোধে প্রতিটি থানাকে সর্বদা সতর্ক ও সজাগ থাকতে হবে।
সভায় মে মাসের ঢাকা মহানগরীতে সংঘটিত বিভিন্ন অপরাধের পরিসংখ্যান উপস্থাপন করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। তিনি ডাকাতি, দস্যুতা, চুরি, খুন, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, মাদক ও অস্ত্র উদ্ধারসহ মামলাগুলোর সার্বিক চিত্র তুলে ধরেন।
সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন থানার অফিসারদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, (সিটিটিসি) মো. মাসুদ করিম, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও থানা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।