নওগাঁ সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফ’র হাতে ২ কলেজ ছাত্র আটক

১৭ জুন ২০২৫, ০৭:২৭ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০১:২৮ PM
সীমান্ত

সীমান্ত © সংগৃহীত

নওগাঁর সাপাহারে সীমান্ত এলাকা দিয়ে ভারত সীমান্তে টিকটক করতে গিয়ে গতকাল সোমবার (১৬ জুন) দুই কলেজ ছাত্রকে আটক করেছে ভারতীয় বিএসএফ। পরবর্তীতে তাদেরকে পতাকা বৈঠকের মাধ্যমে উদ্ধার করেছে বিজিবি। পরে তাদেরকে থানায় হস্তান্তরের পর পুলিশ মঙ্গলবার (১৭ জুন) সকালে আদালতে পাঠিয়েছে। 

আটককৃত কলেজ ছাত্ররা হলেন, জেলার বদলগাছি উপজেলার (জোলাপাড়া) ধুলাপারা গ্রামের আফাজ উদ্দীনের ছেলে মোহাম্মাদ মিনহাজুল ইসলাম (২৩)। সে নওগাঁ ডিগ্রি কলেজের ছাত্র। অপরজন একই উপজেলার পাতকোলা গ্রামের আনিছুর রহমানের ছেলে মোহাম্মাদ তামিম আহমেদ সৌরভ (২৩)। সে সাপাহার সরকারি ডিগ্রি কলেজের ছাত্র।

বিজিবি কর্তৃক সাপাহার থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জুন ওই দুই বন্ধু বিকেল সাড়ে ৩টার দিকে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্তের ২৪৬ পিলার এলাকা দিয়ে ভারতের সীমান্ত দেখার জন্য ভারত ভূখণ্ডে প্রবেশ করে। কাঁটাতারের বেড়া ধরে টিকটক ভিডিও ধারণ ও সেলফি তোলার সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়। 

সংবাদ পেয়ে বামনপাড়া বিওপির নায়েক সুবেদার আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই দুই বাংলাদেশি ছাত্রকে উদ্ধারের চেষ্টা চালায়। এক পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে বিজিবি আটককৃত ওই দুই ছাত্রকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে সাপাহার থানায় সোপর্দ করে। 

আরও পড়ুন: যুবদল-ছাত্রদলের সংঘর্ষ ও গোলাগুলি, আহত ১০

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ বলেন, বিজিবি’র অভিযোগের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার, ভর্তিচ্ছুদের জন্য ন…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মহাকালের সমাপ্তি: মানুষের অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের আপ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মায়ের জন্য ক্ষমা ও দোয়া চাইলেন তারেক রহমান
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জিয়াউর রহমানকে সংসদ ভবন এলাকায় কবর দেওয়ার সিদ্ধান্ত কীভাবে …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
 ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করল জবি প্রশাসন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
তারেক রহমানকে সমবেদনা জানালেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্র…
  • ৩১ ডিসেম্বর ২০২৫