১৪ জুন ২০২৫, ০৯:২৯

ইচ্ছেমতো ভাড়া আদায় অটোরিকশাচালকদের, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ যাত্রী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের বিরুদ্ধে বেপরোয়া ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে  © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের বেপরোয়া ভাড়া আদায়ের কারণে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। ঈদের পর থেকেই চালকরা ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া আদায় করছেন। কোথাও দ্বিগুণ আবার কোথাও তারও বেশি আদায় করা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসন নিরব ভূমিকা পালন করায় ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাতরী চৌমুহনী বাজার থেকে মইজ্জারটেক রুটে আগে জনপ্রতি ভাড়া ছিল ২০ টাকা। এখন সেটি বাড়িয়ে ৩০ টাকা আদায় করা হচ্ছে। আবার চাতরী চৌমুহনী থেকে উপজেলা সদরের ভাড়া ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নেওয়া হচ্ছে। ভাড়া নিয়ে আপত্তি তুললে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। একই পরিস্থিতি চলছে উপজেলার প্রায় সব রুটে।

ভুক্তভোগী যাত্রী মো. ইমরানের ভাষ্য, ‘প্রতিদিন মইজ্জারটেক হয়ে অফিসে যাই। ঈদের পর থেকে ২০ টাকার ভাড়া ৩০ টাকা গুনতে হচ্ছে। প্রতিবাদ করলে চালকরা খারাপ ব্যবহার করে। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই যেতে হচ্ছে।’

যাত্রীরা বলছেন, প্রশাসনের নজরদারির অভাবে সিএনজি চালকরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছে। এতে প্রতিদিন হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন: ভোরের আলো ফোটার আগেই একসঙ্গে প্রাণ হারালেন ৫ জন

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে চালক জামশেদ বলেন, ‘ঈদের সময়ে যাত্রী বেশি থাকায় ভাড়া একটু বেশি নেওয়া হয়েছে। তবে শনিবার থেকে আগের ২০ টাকা ভাড়া নেওয়া হবে।’

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে অভিযোগ যাত্রীদের। আনোয়ারা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) মো. আজাদ বলেন, ‘এ নিয়ে অটোরিকশাচালক বা যাত্রীদের সঙ্গে আনুষ্ঠানিক কোনও আলোচনা হয়নি। কেউ অভিযোগ করলে ভোক্তা অধিকার অধিদপ্তরে জানাতে বলব।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (চট্টগ্রাম অঞ্চল) সহকারী পরিচালক মো. আনিসুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গণপরিবহনে বর্ধিত ভাড়া আদায় করা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’