১২ জুন ২০২৫, ০০:০১

বেনাপোল ট্রেনে সেনা অভিযানে বিপুল ভারতীয় পণ্য জব্দ, আটক ৩

ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে সেনাবাহিনী  © টিডিসি ফটো

বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই প্রসাধনী ও ভোগ্যপণ্য জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় আটক করা হয়েছে তিন চোরাকারবারিকে। বুধবার (১১ জুন) রাতে যশোর রেলস্টেশনে এই অভিযান পরিচালনা কর হয়।

অভিযানে নেতৃত্ব দেন যশোর সেনানিবাসের অস্থায়ী পুলেরহাট ক্যাম্পের সেনা কমান্ডার। আটক ব্যক্তিরা হলেন যশোরের চাঁচড়া এলাকার আরিফা (৫০), সদর উপজেলার বসুন্দিয়ার হোসেন (৬৫) এবং বেনাপোলের ডলি (৪৫)।

আরও পড়ুন: চৌগাছায় ধর্ষণে রক্তাক্ত ৭ বছরের শিশু, অভিযুক্ত আটক

জব্দকৃত পণ্যের আনুষ্ঠানিক মূল্যায়ন না হলেও এগুলোর বাজারমূল্য লক্ষাধিক টাকা হতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। আটকদের ও জব্দকৃত মালামাল যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। আটককৃতদের থানায় আনার প্রক্রিয়া চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’