২৫ মে ২০২৫, ০৮:১৯
ইমো হ্যাকিং প্রতারণার অভিযোগে ছাত্রদল নেতাসহ তিনজন আটক
নাটোরে ‘ইমো হ্যাকিং’ ও ব্যাংক রিসিট প্রতারণার অভিযোগে জেলা ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদকসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী। শনিবার (২৪ মে) রাত ৮টার দিকে জেলার লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় অভিযান চালিয়ে ধরা হয় তাদের।
আটক তিনজন হলেন, উপজেলার মমিনপুর গ্রামের মুশফিকুর রহিম প্রান্ত, জেলা ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক শাহরিয়ার পারভেজ পল্লব ও জাহিদ হাসান জীবন।
আরও পড়ুন: জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্যের ওপর হামলা
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, সিম কার্ড, একটি ল্যাপটপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।