১০ মে ২০২৫, ০১:১৪

ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ চার নেতা-কর্মী গ্রেপ্তার 

নেত্রকোনার মোহনগঞ্জে গ্রেপ্তার চার নেতা-কর্মী  © টিডিসি ফটো

নেত্রকোনার মোহনগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের গত বছরের ২৮ সেপ্টেম্বর দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মোহনগঞ্জের গাগলাজুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য, গবেষণা ও আইন বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান (৫৪), ছাত্রলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ আল নুর সমাপ্ত (২৪), উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আবু সাইদ (৪৫) এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিল শিকদার (৫৫)।

আরও পড়ুন: শেকৃবিতে প্রশাসনের উপস্থিতিতে ছাত্রদলের দুই গ্রুপের হাতাহাতি, বিস্ফোরণ

শুক্রবার (৯ মে) গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতের বিভিন্ন সময়ে মোহনগঞ্জ শহরে পৃথক পৃথক স্থানে অভিযানে পরিচালনা করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদেরকে গ্রেফতার করা হয়।