কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার, ফেসবুকে পোস্ট—‘বুকের ভেতরের চঞ্চল পাখিটা মরে গেছে’
রাজশাহীর পুঠিয়ায় জয় ঘোষ (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ধারণা সংশ্লিষ্টদের। মৃত্যুর আগে ফেসবুকে একাধিক আবেগঘন পোস্ট করেছে কিশোর। শুক্রবার (৯ মে) রাতে পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত জয় ঘোষ এলাকার বিপ্লব ঘোষের ছেলে। জয় ‘Psy cho’ নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করতো। তার ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, সেখানে একাধিক আবেগঘন ও হতাশামূলক পোস্ট রয়েছে।
সর্বশেষ পোস্টে জয় লেখে—‘আমাকে ছাড়া তুমি ভালোই থাকবা আমি সেটা ভালো করেই জানি’, ‘তোমাকে ভুলতে না পারাটা হলো আমার ভালোবাসা’, ‘আমার বুকের ভেতর যে চঞ্চল পাখিটা অনবরত ডানা ঝাপটাতো সে মরে গেছে!’ ও ‘Good বাই’।
আরও পড়ুন: শেকৃবিতে প্রশাসনের উপস্থিতিতে ছাত্রদলের দুই গ্রুপের হাতাহাতি, বিস্ফোরণ
স্থানীয় বাসিন্দাদের ধারণা, জয় একটি প্রেমের সম্পর্কে জড়িত ছিল। সম্প্রতি মনোমালিন্যের জেরে মানসিকভাবে ভেঙে পড়ে সে। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যেও কলহ চলছিল বলে জানা গেছে।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ ও মানসিক চাপজনিত আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।