ঢাবির দোয়েল চত্বরে গাছ চাপায় নিহত ১, আহত ৭
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৩ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় শিশু একাডেমির সামনে নারিকেল গাছ চাপায় রিকশা আরোহী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু ও নারীসহ আরো ৭ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মিতু ঘোষ (২২)। আর আহতরা হলেন, তার স্বামী ধনঞ্জয় (৩০), খুরশিদ আলম (৬০) তার স্ত্রী সেলিনা আলম (৪০), তাদের বড় মেয়ে শেহরিন আলম (২০) ও ছোট মেয়ে সাজরিন আলম (৮), আবুজর গিফারী কলেজের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র মহসিন খান (২১) এবং অজ্ঞাতনামা এক নারী (৪০)।
আহত সেলিনা আলমের ভাই হৃদয় জানান, খুরশিদ আলম স্ত্রী এবং দুই মেয়ে নিয়ে শাহবাগ বই মেলায় এসেছিলেন। সেখান থেকে রাতে সিএনজিযোগে মগবাজার বাজার রেলগেট এলাকায় বাসায় ফিরছিলেন। পথে দোয়েল চত্ত্বর পার হলে শিশু একাডেমির ভিতরের একটি নারকেল গাছ ভেঙে রাস্তায় তাদের সিএনজিসহ বেশ কিছু গাড়ির উপর পড়ে। এতে তারা আহত হন।
আহত ধনঞ্জয় জানান, মিতুর সাথে তার এনগেজমেন্ট হয়েছে। আজকে তারা দুজনে মিলে বই মেলায় এসেছিলেন। সেখান থেকে রিক্সাযোগে তাদের বাসা সূত্রাপুর থানার পাশে ফিরছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর আহত ৭ জনকে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে অজ্ঞাতনামা ওই নারীর অবস্থা শঙ্কটাপন্ন।