সাংবাদিক কন্যাসহ পাঁচজনের মৃত্যু

প্রত্যেকের পরিবারকে একলাখ টাকা করে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

নিহত ফাইজা তাহসিনা সুচি
নিহত ফাইজা তাহসিনা সুচি  © ফাইল ছবি

উত্তরায় সাংবাদিক কন্যা ফাইজা তাহসিনাসহ সড়ক দূর্ঘটনায় নিহত পাঁচ শিশু-কিশোরের পরিবারকে পনের দিনের মধ্যে একলাখ টাকা করে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট । এছাড়া পঞ্চাশ লাখ টাকা করে কেন ক্ষতিপূরণ দেওয়া হবেনা মর্মে রুল জারি করা হয়েছে।

আজ সোমবার বিচারপতি বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন। 

গত ৫ ফেব্রুয়ারি ঢাকার উত্তরায় ফাইজা তাহসিনা (১০), গাজীপুরের কালিয়াকৈরে ৩ ফেব্রুয়ারি মিরাজ খান (৫), ২ ফেব্রুয়ারি বরিশালে লিজা আক্তার (৯), সিলেটের বালাগঞ্জে আহমেদ রিফাত (৬) ও চট্টগ্রামের সীতাকুণ্ডে নুসরাত চৌধুরী (২৩) সড়ক দুর্ঘটনায় নিহত হয়।

পৃথক এসব দুর্ঘটনায় চার শিশুসহ পাঁচজনের মৃত্যুতে ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে চিলড্রেনস চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এ রিটটি করে। আজ এই রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

গত ৫ ফেব্রুয়ারি রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয় সাংবাদিক কন্যা ফাইজা তাহসিনা সুচি। উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত সে। উত্তরা রাজউক এ্যাপোয়েন্টমেন্ট প্রোজেক্ট এলাকায় দ্রুতগতিতে আসা মাইক্রোবাসের ধাক্কায় তার মৃত্যু হয়।

নিহত ফাইজা দৈনিক ইত্তেফাকের সহ-সম্পাদক ফাইজুল ইসলামের একমাত্র কন্যা। দুর্ঘটনার পর সূচিকে উদ্ধার করে উত্তরার বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিত্সক মৃত বলে জানান।

রাস্তা পার হওয়ার সময় নাটকের শুটিং-এর একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো: চ ১৩-৪১৫৭) সূচিকে চাপা দিলে তার মাথা থেতলে যায়। হাসপাতালে নেয়ার পর সূচির মৃত্যু হয়। এটিকে হত্যাকান্ড দাবি করে এর বিচার দাবি করেন ফাইজুল ইসলাম।


সর্বশেষ সংবাদ