বাসভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে হামলা, আইইউবিএটির ১৫ শিক্ষার্থী আহত

হামলার শিকার
হামলার শিকার  © সংগৃহীত

রাজধানীর আব্দুল্লাপুর এলাকায় বাসভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। আহত শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর ছাত্র। তাঁরা কাজী পরিবহনের একটি বাসে উঠেছিলেন। শিক্ষার্থীদের ভাষ্য, বাসভাড়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে এক শিক্ষার্থীকে মারধর করেন বাসের স্টাফরা।

পরে শিক্ষার্থীরা বিষয়টি জানতে চাইলে কাউন্টারে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের অভিযোগ, তখন বাসের স্টাফরা স্থানীয় কিছু লোকজন নিয়ে দেশীয় ধারালো অস্ত্রসহ তাঁদের ওপর হামলা চালান।

আইইউবিএটির এক শিক্ষার্থী বলেন, ‘ভাড়ার বিষয়টা নিয়ে সামান্য কথা-কাটাকাটি হয়েছিল। সেটা নিয়ে এভাবে হামলা হতে পারে, ভাবিনি। এখন একজন সহপাঠী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে।’

শিক্ষার্থীরা জানান, ঘটনার পর তাঁরা কাজী পরিবহনের সব বাসের চলাচল বন্ধ করে দেন। হামলাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত তাঁরা এই সিদ্ধান্তে অটল থাকবেন। তাঁরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাপুর থানার একজন কর্মকর্তা বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। বিস্তারিত তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় রাত পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশের পক্ষ থেকেও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ