ইউপি সদস্যের অপকর্মের খবর প্রশাসনকে দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

রাসেল
রাসেল  © টিডিসি ফটো

কক্সবাজারের টেকনাফে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও তার ছেলেদের বিরুদ্ধে। গত শনিবার (২২ মার্চ) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল (২৫) ওই গ্রামের আবুল কালামের পুত্র। 

নিহতের ভাই জানান, ‘শনিবার সকাল ১১টার দিকে বাসা থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় ইউপি সদস্যের ছেলে আবদুর রহমান, তার ভাইয়ের ছেলে আবদুল মাবুদসহ বেশ কয়েকজন। তারা নিহত রাসেলকে নির্জনে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে।’

নিহতের মা জানান, ‘ইউপি সদস্য নূর ইসলামের বিভিন্ন অপকর্মের খবর প্রশাসনকে জানিয়ে দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে আমার ছেলে রাসেলকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করেছে নূর ইসলামের ছেলেরা। আমি আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই।’

পরবর্তীতে বিকেল ৫টার দিকে মরদেহ পরে থাকতে দেখে টেকনাফ থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

এই ব্যাপারে টেকনাফ অফিসার ইনচার্জ দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসেলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত রাসেলের স্ত্রী জেসমিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি, অভিযান অব্যাহত আছে।’


সর্বশেষ সংবাদ