গ্রেপ্তারের ৮ ঘণ্টা পর জামিনে মুক্ত বৈষম্যবিরোধীর সিলেটের আহ্বায়ক আক্তার

আক্তার হোসেন
আক্তার হোসেন  © টিডিসি

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হট্টগোল ও মারামারির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেন জামিন পেয়েছেন। গ্রেপ্তারের প্রায় ৮ ঘণ্টা পর রবিবার (২৩ মার্চ) দুপুর ২টার দিকে মহানগর ম্যাজিস্ট্রেট আদালত–২–এর বিচারক ছগির আহমেদ তার জামিন মঞ্জুর করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন আকতার হোসেনের আইনজীবী আহমেদ ওবায়দুর রহমান। তিনি বলেন, ‘দুপুরে আদালতে তোলা হলে শুনানি না হওয়ায় তাকে জেল-হাজতে পাঠানো হয়। পরে দুপুর দেড়টার দিকে শুনানি শেষে আদালত আক্তার হোসেনের জামিন মঞ্জুর করেন।

এর আগে, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট সদর উপজেলার হাউসা গ্রাম থেকে আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। 

প্রসঙ্গত, শনিবার (২২ মার্চ) রাতে এনসিপি ইফতার মাহফিলে হামলা ও হট্টগোলের অভিযোগে আক্তারসহ ১৫-২০ জনের বিরুদ্ধে শাহপরান থানায় মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ও লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহবুবুর রহমান শান্ত। 


সর্বশেষ সংবাদ