১৭ মার্চ ২০২৫, ০৭:৩৪

কক্সবাজারে প্রকাশ্যে অটোচালককে কুপিয়ে হত্যা

কক্সবাজারে প্রকাশ্যে অটোচালককে কুপিয়ে হত্যা

কক্সবাজার সদরের পাহাড়তলী এলাকায় মো. মুজিবুর রহমান নামে এক অটোরিকশা চালককে কয়েকজন মিলে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। রবিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে পাহাড়তলি নতুন বাজার এলাকার একটি অটো গ্যারেজে তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মুজিবুরকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ। নিহত মো. মুজিবুর রহমান পাহাড়তলি ৭নং ওয়ার্ডের আবদুল জলিলের ছেলে।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, একই এলাকার মোস্তফা, তার ভাই আনোয়ারী এবং হামিদ মিলে এই হত্যাকাণ্ড চালায়। তবে কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটে তার মূল কারণ এখনো জানা যায়নি।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘হত্যার ঘটনার পর লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে রাখা আছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে অভিযুক্তদের ধরতে আমাদের কয়েকটি টিম অভিযান শুরু করে দিয়েছেন।’