ঢাকার অমর একুশে বইমেলা থেকে আটক চবি ছাত্রলীগ নেত্রী ফাল্গুনী

ফাল্গুনী দাস
ফাল্গুনী দাস  © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফাল্গুনী দাসকে আটক করে কোর্টে চালান দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকার অমর একুশে বইমেলা থেকে তাকে আটক করে শাহবাগ থানা-পুলিশ

শনিবার (১ মার্চ) সকালে তাকে কোর্টে চালান দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ খালিদ মনসুর।

ফাল্গুনী দাসকে পুলিশের কাছে ধরিয়ে দেন চবি ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রুমী। তিনি বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আমরা কয়েকজন বন্ধু বইমেলা প্রাঙ্গণে ছিলাম। হঠাৎ ফাল্গুনী দাসের মতো একজনকে দেখতে পাই, সে উজান প্রকাশনীর স্টলের দিকে হেঁটে যাচ্ছে। আমি প্রথমে নিশ্চিত হলাম যে, এটাই ফাল্গুনী দাস। নিশ্চিত হয়ে সাথে সাথেই শাহবাগ থানার ওসি খালিদ মনসুর ভাইকে কল দেই। কল পেয়ে তিনি আসেন এবং তাকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যান।’

তিনি আরও বলেন, ‘ফাল্গুনী বিশ্ববিদ্যালয়ের অনেক সন্ত্রাসী অপকর্মের সাথে জড়িত। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের উসকানিদাতা। গতকাল তাকে আটকের পর শাহবাগ থানায় নারী সেল খালি ছিল না, তাই তাকে পার্শ্ববর্তী রমনা থানার নারী সেলে রাখা হয়েছিল। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে শনিবার সকালে কোর্টে চালান দেওয়া হয়েছে।’

এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ খালিদ মনসুর বলেন, ‘শুক্রবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের চবি শাখার সহ-সভাপতি ফাল্গুনী দাস নামের একজনকে আটক করা হয়েছে। তাকে আজ কোর্টে চালান করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে।’


সর্বশেষ সংবাদ