সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেফতার ১৫২১, বিপুল অস্ত্র উদ্ধার

অপারেশন ডেভিল হান্টে যৌথবাহিনীর অভিযান
অপারেশন ডেভিল হান্টে যৌথবাহিনীর অভিযান  © ফাইল ফটো

দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারাদেশে চালানো অভিযানে গত ২৪ ঘণ্টায় এখন পর্যন্ত ১ হাজার ৫২১ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ৩৪৩ জনকে সরাসরি অভিযানে এবং ১১৭৮ জনকে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে আটক করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে, ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি এবং ৬টি শটগান কার্তুজ উদ্ধার করা হয়। 

এ ছাড়া ৩টি ছুরি, ৩টি তলোয়ার, ১টি কুড়াল, ১০টি ককটেল, ৮টি লাঠি , ৪টি রড ও ৪টি রামদা জব্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, দেশব্যাপী অপরাধ দমনে এই অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিন দুপুরে রাজশাহীর আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। অপারেশন ততদিন চলবে, যতোদিন ডেভিল মুক্ত না হবে’।

প্রসঙ্গত,  গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।


সর্বশেষ সংবাদ