বৈষম্যবিরোধী আন্দোলনকারীকে কুপিয়ে জখম করল ছাত্রলীগ নেতা

অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোস্তাক আহমেদ নোমান
অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোস্তাক আহমেদ নোমান  © সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীকে কুপিয়ে জখম করেছে গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ নোমান (২৩)। এ ঘটনায় রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর পৌর শহরের কালীপুর এলাকা থেকে যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করেন।

ছাত্রলীগ নেতা নোমানের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবারক হোসেন অভিকে (২২) কুপিয়ে আহত করার এবং আন্দোলনরতদের ওপর হামলা করার অভিযোগ রয়েছে। গৌরীপুর সেনাক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর জায়েদিদ এবং ক্যাপ্টেন ইমতিয়াজ এ গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন।  

আহত অভি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সামনের সারিতে ভূমিকা রাখায় এবং ফেসবুকে নিয়মিত পোস্ট করায় আমার ওপর ক্ষিপ্ত ছিল নোমান। এ ঘটনায় সে আমাকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছিল।  

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজহারুল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৯ ডিসেম্বর রাতে ব্যাডমিন্টন খেলার সময় পৌর শহরের কালীবাড়ী মধ‍্যতরফ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবারক হোসেন অভিকে কুপিয়ে জখম করেন ছাত্রলীগ নেতা নোমান। তিনি নন্ধুরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ