বাকৃবিতে সাংবাদিকের ওপর হামলায় চবিসাসের নিন্দা
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৬:০৮ PM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৬:০৮ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সাংবাদিক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবুল বাশারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। পাশাপাশি দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সাংবাদিক নির্যাতনের প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো সংগঠনটির প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক জোবায়ের চৌধুরী স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সভাপতি সৈয়দ বাইজিদ ইমন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ‘গত বুধবার গভীর রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গেলে নির্যাতনের শিকার হন সাংবাদিক আবুল বাশার। এমন ন্যাক্কারজনক হামলার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন থেকে বিরত রাখার প্রচেষ্টামুক্ত সাংবাদিকতার পরিপন্থী। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতা সচেতন মহলে প্রশ্নবিদ্ধ বলে আমরা মনে করি।’
চবিসাস নেতৃবৃন্দ আরো বলেন, ‘সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক নির্যাতনের ঘটনার কোন সুরাহ করতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট মহল। এটি সাংবাদিক মহলে যঠেষ্ট উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর চলামান নির্যাতন ক্যাম্পাস সাংবাদিকতা চর্চাকে ব্যাহত করেছে। ফলে ক্যাম্পাস সাংবাদিকতা ও স্বাধীন গণমাধ্যমে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে আমরা মনে করি।’
সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ‘সাংবাদিক নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক এবং দৃশ্যমান কোন বিচার না হওয়ায় এমন ঘটনা দিন দিন বেড়ে চলছে। তাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সাংবাদিক নির্যাতনের প্রত্যেকটি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া অতীব প্রয়োজন। এছাড়া এসব হামলার মাধ্যমে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখী অবস্থান তৈরি করার চেষ্টা করছে একটি মহল। তাই এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দের নিকট আহ্বান জানানো হয়।’