নিয়োগের প্রশ্নফাঁস: অভিযোগপত্রে বিমানের সাবেক ডিজিএমসহ ৩০ জন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স  © ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় সম্পূরক অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে গোয়েন্দা পুলিশ। বিমানের সাবেক ডিজিএম তাইজ ইবনে আনোয়ারসহ ৩০ জনের বিরুদ্ধে এ অভিযোগপত্র দেওয়া হয়েছে। শুক্রবার (১০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে। 

গত ২২ এপ্রিল তদন্ত কর্মকর্তা লালবাগ গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান অভিযোগপত্র দাখিল করেন। তবে ঘটনাটি ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় না পড়ায় পেনাল কোডের ৪২০/৪০৩/৪০৬/৪১১/১০৯ ধারায় এ অভিযোগপত্র দেওয়া হয়েছে। 

অভিযোগপত্রে থাকা আসামিরা হলো- বিমানের সিডিউলিং সুপারভাইজার মাহবুব আলম শরীফ, সিকিউরিটি গার্ড আইউব উদ্দিন, এমটি অপারেটর মহসিন আলী, মিজানুর রহমান, ফারুক হোসেন, মো. মাসুদ, মো. মাহবুব আলী, নজরুল ইসলাম, ফিরোজ আলম, জাহাঙ্গীর আলম, এনামুল হক, মাহফুজুল আলম, ট্রাফিক হেলপার আল আমিন, আলমগীর হোসেন, আ. মালেক, গাড়িচালক আব্দুল্লাহ শেখ, সাজ্জাদুল ইসলাম, এমএলএসএস তাপস কুমার মণ্ডল, সমাজু ওরফে সোবাহান, জাকির হোসেন, জাহিদ হাসান, হারুন অর রশিদ, বিএফসিসি অপারেটর সুলতান হোসেন, মুরাদ শেখ ওরফে মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ বেতারের গাড়িচালক ফারুক হোসেন, রাজিব মোল্লা, জুয়েল মিয়া, অফিস সহায়ক আওলাদ হোসেন ও হেলপার জাবেদ হোসেন।

আরো পড়ুন: শিক্ষক নেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২০২২ সালের ২৬ অক্টোবর প্রশ্নফাঁসের ঘটনায় বিমানবন্দর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়েছিল। তদন্ত শেষে গত বছরের ২২ জুন লালবাগ গোয়েন্দা বিভাগের পরিদর্শক আলমগীর হোসেন পাটোয়ারী ৩০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

পরবর্তীতে বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলি করা হয় মামলাটি। পরে ৭ আগস্ট সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত মামলার অভিযোগপত্র গ্রহণ না করে অধিকতর তদন্তের নির্দেশ দেন।


সর্বশেষ সংবাদ