সন্ধান মিলেছে নকল ড্রিংকো জুস তৈরির কারখানার

সন্ধান মিলেছে নকল ড্রিংকো জুস তৈরির কারখানার
সন্ধান মিলেছে নকল ড্রিংকো জুস তৈরির কারখানার  © সংগৃহীত

ভোলার চরফ্যাশনে নকল ড্রিংকো জুস তৈরির কারখানার সন্ধান পেয়েছে প্রশাসন। জানা যায়, এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নকল জুস তৈরির কারখানা মালিক আয়াত উল্লাহ নিজ বসত ঘরে মেশিন বসিয়ে বিভিন্ন কোম্পানির লোগো ব্যবহারিত স্টিকার ও ভুয়া ড্রিংকো নাম ব্যবহার করে নকল জুস এবং শিশু খাদ্য ও জেলি তৈরি করে বাজারজাত করে আসছিলেন।

শনিবার (২৭ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বকুল বেপারী বাড়িতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেক মুহিদের নেতৃত্বে থানা পুলিশসহ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল জুস ও জুস তৈরির একাধিক মেশিন, কাঁচামাল , রং ও ক্যামিকেল জব্দ করেন। 

এসময় নকল জুস কারখানা মালিক আয়াত উল্লাহকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আয়াত উল্লাহ এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম বেপারীর ছেলে।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেক মুহিদ ওই ইউনিয়নের বকুল বেপারী বাড়িতে গড়ে তোলা নকল জুস কারখানায় অভিযান চালিয়ে নকল জুস তৈরির মেশিন এবং ক্যামিকেল জব্দ করেন।

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেক মুহিদ জানান, অভিযান চালিয়ে নকল জুস তৈরির একাধিক মেশিন ও ক্যামিকেল জব্দ করা হয়েছে। এ-ঘটনার দায়ে কারখানা মালিক আয়াত উল্লাহকে তিন মাসের বিনাশ্রম কারদন্ড দেয়া হয়েছে। জব্দকৃত মালামাল জব্দকারী কর্মকর্তার জিম্বায় দেয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ