আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

  © সংগৃহীত

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পারভেজ খান (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৬ জন।  

শনিবার (১৩ এপ্রিল) ভোরে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য নিয়ে ওই এলাকার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আহম্মেদ গ্রুপ ও মামুন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে আহম্মেদ গ্রুপের অনুসারীরা মামুন গ্রুপের অনুসারীদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুইজন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ৬ জন। এ সময় গুলিবিদ্ধ হন পারভেজ। ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।   

এ ঘটনায় গুলিবিদ্ধদের মধ্যে রাব্বির অবস্থা শঙ্কামুক্ত বলে জানান, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহাগ। 

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই জন গুলিবিদ্ধ হয়েছে শুনেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

সর্বশেষ সংবাদ