চারজনকে পিটিয়ে বাবাসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

সাভারে ছাত্রলীগের এক নেতা ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ
সাভারে ছাত্রলীগের এক নেতা ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ  © প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চারজনকে মারধরের ঘটনায় ছাত্রলীগের এক নেতা ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর গাজীরচট এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সিরাজুল ইসলাম খান (৪৫) ও তার ছেলে মো. বিজয় ইসলাম (২৫)। আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিজয়। মারধরে আহতরা হলেন- উত্তর গাজীরচট এলাকার মো. রাজিব মোল্লা (৩৪), তার স্ত্রী তারিন আক্তার (২৫), তাদের ছেলে রায়হান রহমান (৩) ও শাশুড়ি তারানা বেগম (৫০)।

পুলিশ ও স্থানীরায় জানায়, তারিন আক্তারের পরিবারের সঙ্গে জমি নিয়ে মামা সিরাজুল ইসলাম ও মামাতো ভাই বিজয় ইসলামের বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে তারিনের সন্তান রায়হান পাশেই সিরাজুলের বাড়ির ফটকের সামনে গেলে চড়-থাপ্পড় দেয় বিজয়। এতে তার গাল ফেটে রক্ত বের হয়।

আরো পড়ুন: ছাত্রলীগের হামলায় গুরুতর আহত সাংবাদিক

এ সময় চিৎকার শুনে তারিন এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। পরে রাজিব মোল্লা গেলে তাদের পেটান সিরাজুল ও বিজয়। মারধরের পর তাদের হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী তারিন বাদী হয়ে সিরাজুল ও বিজয়কে আসামি করে মামলা করেছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক মিলন ফকির বলেন, মারধরের ঘটনায় বিজয় ও তাঁর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ