নেত্রকোনায় লরি চাপায় শিক্ষার্থীর মৃত্যু 

  © সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে বালুবাহী লরির চাপায় মেহেদী হাসান শাকিল (২৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের পৌর শহরের দক্ষিণপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাকিল উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নগরসিংহা গ্রামের রায়হান উদ্দিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া মোড় এলাকায় শাকিলের মোটরসাইকেলের সামনে দিয়ে একটি বালুবাহী লড়ি যাচ্ছিল। এ সময় শাকিলের মোটরসাইকেলটি ব্যাটারি চালিত একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খায়। পরে ওই শিক্ষার্থী  চলন্ত লরির চাকার নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই)  জহিরুল ইসলাম জানান, লড়িটি জব্দ করা হলেও চালক পলাতক আছে। লাশ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।


সর্বশেষ সংবাদ