নেত্রকোনায় কলেজ ছাত্রী মৃত্যুর ঘটনায় সহপাঠীদের রাস্তা অবরোধ

নেত্রকোনার মদনে বিদ্যুতের পিলার বহনকারী হ‍েনট্রলি চাপায় মদন সরকারি হাজী আব্দুল আজিজ খাঁন ডিগ্রি কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। লাকি আক্তার নামের ওই ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে মদন সরকারি কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা নিরাপদ সড়ক, হ‍েনট্রলি চালকের দৃষ্টান্তমূলক শাস্তিসহ কলেজ ছাত্রীর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দাবিতে রাস্তায় অবস্থান নেয়। কলেজ শিক্ষার্থীদের রাস্তায় অবস্থানের সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরির সার্কেল রবিউল ইসলাম, ইউএনও মো. শাহ আলম মিয়া অবরোধ স্থলে এসে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন। দুর্ঘটনার বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামীর দৃষ্টান্তমূলক শাস্তি প্রতিশ্রুতি প্রদানের ফলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত‍্যাহার করে।

উল্লেখ্য যে, রবিবার সকালে মদন-খালিয়াজুরী সড়কে গোবিন্দশ্রীর সুজন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী লাকি আক্তার নিহত হয়। তিনি মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্রী।

কলেজে চলমান পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশে বাড়ি থেকে রওনা করে গৌবিন্দশ্রী সুজন বাজারের রাস্তার পাশে সহপাঠীদের জন্য অপেক্ষা করছিল। সে সময় পল্লীবিদ্যুতের পিলার বহনকারী একটি হ‍েনট্রলিটি বেপরোয়া গতিতে এসে কলেজ শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক এলাকাবাসী চালক সহ হ‍েনট্রলিটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত কলেজ ছাত্রী গোবিন্দশ্রী ইউনিয়নের বারগুড়িয়া গ্রামের আব্দুল হাই তালুকদারের মেয়ে।

মদন থানা ওসি উজ্জল কান্তি সরকার এ প্রতিনিধিকে জানান, কলেজ ছাত্রীর মৃত্যু ঘটনায় মামলা হয়েছে। আটককৃত হ‍েনট্রলি চালককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ