সংঘর্ষে জড়ালেন ছাত্রলীগ-যুবদলের নেতা-কর্মীরা, আহত ১০

ছাত্রলীগ ও যুবদলের নেতা-কর্মীদের সংঘর্ষে আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
ছাত্রলীগ ও যুবদলের নেতা-কর্মীদের সংঘর্ষে আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে  © সংগৃহীত

ঝিনাইদহ শহরের পবহাটি বেলতলা এলাকায় সংঘর্ষে জড়িয়েছেন ছাত্রলীগ ও যুবদলের নেতা-কর্মীরা। তুচ্ছ ঘটনা ও আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে আহতদের মধ্যে সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলিম হোসেন দিপু, রবিউল ইসলাম, আশরাফুল ইসলাম, অনিক হোসেন, যুবদল কর্মী সোহাগ খা ও রইচ খাসহ সাতজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, রাতে পবহাটি এলাকায় একজনকে ঘুরতে দেখে ছাত্রলীগ নেতা দিপুসহ কয়েকজন কারণ জিজ্ঞেস করেন। তিনি জানান, এক মেয়ের সঙ্গে দেখা করবেন। এ সময় দিপু পাশের দোকানে রাখা ওই ব্যক্তির মোটরসাইকেল আনতে গেলে যুবদল কর্মী সোহাগ খা তর্কের একটপর্যায়ে কিল-ঘুষি মারেন। এ নিয়ে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। 

আলিম ও সোহাগের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে আগেই দ্বন্দ্ব ছিল বলে জানা গেছে। জরুরি বিভাগের চিকিৎসক সুজায়েত হোসেন জানান, অধিকাংশ রোগীর শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

আরো পড়ুন: অপহরণের টাকা না পাওয়ায় অষ্টম শ্রেণির ছাত্রকে হত্যা

ছাত্রলীগ নেতা আলিম হোসেন দিপু বলেন, মোটরসাইকেল আনতে গেলে সোহাগ মারধর করেছে। পরে পরিচিতরা এলে সে সরে যায়। পরে সোহাগসহ ১০ থেকে ১৫ জন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে  হামলা করে। অভিযোগ অস্বীকার করে সোহাগ খা বলেন, আলিমরা জোটবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে তাদের মেরেছে।

সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, ঘটনার পর পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি শান্ত রয়েছে। থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।


সর্বশেষ সংবাদ