মুক্তিপণ না পেয়ে মাদ্রাসা ছাত্রকে হত্যা, আটক ৬
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ১২:৫৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
বরগুনার পাথরঘাটায় অপহরণের পর ৩ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে হাসিবুল (১৪) নামের ৮ম শ্রেণির মাদ্রাসার শিক্ষার্থীকে হত্যা করেছে অপহরণকারীরা। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত ৬ অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২২ অক্টোবর) রাতে বরগুনার ডিবি ও পাথরঘাটা থানা পুলিশ হত্যাকারীর স্বীকারোক্তি মতে পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের দক্ষিণ বাইনচটকি গ্রামে বিষখালী নদীর বেড়িবাঁধের পাশে ড্রামে ভর্তি অর্ধগলিত মৃতদেহ উদ্বার করে।
আটককৃতরা হলেন— আব্দুল্লাহ আল নোমান(১৯) ওরফে তানভীর ওরফে শিশু ফকির, মৃতদেহ বহনকারী ইজিবাইক চালক রহিম কাজী(৪৫)। হত্যাকাণ্ডের সহযোগী সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আঃ রহিম মুন্সী(৪০), ইউনুস (৬৫), জসিম(৩০), তানজীল(২৩), তাহিরা(১৯) ও রহিমা (৪৫)কে আটক করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নোমান হত্যাকাণ্ডের সাথে একাই জড়িত দাবি করে। জিজ্ঞাসাবাদে জানায়, শুক্রবার হাসিবকে পাথরঘাটায় দোকান থেকে পূজা দেখার কথা বলে নিয়ে যায়। পৌর শহরের ইমান আলী সড়কের ভাড়া বাসায় নিয়ে কৌশলে ঘুমের ট্যাবলেট খাইয়ে অজ্ঞান করে। তারপর হাত-পা, চোখ বেঁধে নির্যাতন করে ভিডিও ধারণ করে হাসিবের বাবার মোবাইলে পাঠিয়ে ৩ লাখ টাকা মুক্তপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেয়ে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করা হয় হাসিবকে।
পাঘরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান, শুক্রবার হাসিবুল নিখোঁজের পর তার বাবা থানায়সাধারণ ডায়েরি করেন। আমরা তাৎক্ষণিক অনুসন্ধান শুরু করি। গোয়েন্দা পুলিশের(ডিবি) সাথে যৌথ অভিযান করে অল্প সময়ের মধ্যে প্রধান ২ আসামিকে গ্রেপ্তার সক্ষম হয়েছি।