মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষকদের সজাগ থাকতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ০৮:৫২ PM , আপডেট: ২২ অক্টোবর ২০২৩, ০৮:৫৫ PM
শিক্ষার্থীরা যাতে মাদকাসক্তিতে জড়িয়ে না পড়ে সেজন্য শিক্ষকদের সবসময় সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেছেন, সংস্কৃতিতে মননে আর শিক্ষায় শিক্ষার্থীদের শ্রেষ্ঠ ও উন্নত করার দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানকে আন্তরিকতার সাথে পালন করতে হবে।
আজ রবিবার (২২ অক্টোবর) রাজশাহীর চারঘাট উপজেলার বনকিশোর উচ্চবিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শাহরিয়ার। সেখানেই এসব কথা বলেন।
শাহরিয়ার আলম বলেন, জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকার অসংখ্য উদ্যোগ বাস্তবায়ন করেছে। দেশের মানুষের সমস্যা সমাধানে সরকার সার্বক্ষণিকভাবে তৎপর। নতুন নতুন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. ফকরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহবার হোসেন। স্বাগত বক্তব্য দেন বনকিশোর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে তিন কোটি টাকা ব্যয়ে চারতলা ভবনটি নির্মাণ করা হয়েছে।