ঢাকায় ফেরার পথে প্রাণ হারালেন ছাত্রী

সড়ক দুর্ঘটনায় এক ছাত্রীর মৃত্যু হয়েছে
সড়ক দুর্ঘটনায় এক ছাত্রীর মৃত্যু হয়েছে  © ফাইল ছবি

ঢাকা-মাওয়া সড়কে প্রাইভেটকারে বাসের ধাক্কায় ফাতেমাতুজ জোহরা রাত্রী (২৫) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

হাসপাতালে বন্ধু ফারহা ইসলাম জানান, তারা সাভার ব্যাংক কলোনি এলাকায় থাকের। রাত্রীর মিরপুরের একটি কলেজে ভর্তি হওয়ার কথা ছিল আজ। ভোরে তিনিসহ আরেক বন্ধু নুর হোসেন একটি প্রাইভেটকারে মাওয়ায় ঘুরতে যান। সেখান থেকে ঢাকায় ফেরার পথে সড়কের পাশে গাড়ি থামান।

এ সময় পিছন দিক থেকে একটি বাস প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা রাত্রী দরজা খুলে বাইরে পড়ে গুরুতর আহত হয়। তারা দুজনও আহত হন। রাত্রীকে দ্রুত মুন্সিগঞ্জ স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে যান। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে সে মারা যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। রাত্রীর বাবা লতিফুর রহমান। তবে তার পড়াশোনা ও বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি বন্ধুরা।


সর্বশেষ সংবাদ