কলেজছাত্রকে মারধর করা এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা

এসআই মো. মাজহারুল হক
এসআই মো. মাজহারুল হক  © সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে রিফাত (১৮) নামের এক কলেজছাত্রকে মারধর করা উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল হককে ক্লোজড করা হয়েছে। বুধবার (৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে। মঙ্গলবার (২ মে) রাতে তাকে ক্লোজড করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, সোমবার (১ মে) উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের একটি ঘটনায় মামলা হয়। সে মামলায় আজমতপুর বিশ্বরোড চৌরাস্তার কেএন এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনে আসামি ধরতে যান এসআই মাজহারুল হক।

কলেজ শিক্ষার্থী রিফাত বলেন, সোহাগ নামে আসামিকে ধরতে যান এসআই। এ সময় তাকে না পেয়ে আমার কাছে মোবাইল ফোন নম্বর চান। নেই বললে ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করেন। চর-থাপ্পর, চুল ও কান ধরে টানাটানি করেন এবং গালমন্দ করে। পরে বিষয়টি সংবাদিকদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই।

এসআই মাজহারুল হক বলেন, আসামি ধরতে গেলে রিফাত নামের ওই শিক্ষার্থী কাজে বাধা দেয়। এসময় তাকে থাপ্পড় দেই। পরে জানতে পারি সে স্থানীয় সাংবাদিকের ছেলে। তখন তাকে সঙ্গে নিয়ে বাড়িতে গিয়ে তার বাবার কাছে দুঃখ প্রকাশ করেছি।


সর্বশেষ সংবাদ