গুলিতে প্রাণ গেল যুবলীগ ও ছাত্রলীগের সাবেক ২ নেতার
লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান (৩৫) ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলযোগে নাগেরহাটের দিকে যাচ্ছিলেন নোমান ও রাকিব। পথে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। গুলির শব্দ শুনে আশপাশের মানুষ এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এরপর মুমূর্ষু অবস্থায় নোমানকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নোমানকে মৃত ঘোষণা করেন। রাকিবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার উদ্দেশে পাঠানো হয়। তবে পথিমধ্যেই প্রাণ হারান রাকিব।
আরও পড়ুন: পাঁচ বছর পরিবারের সন্ধানে ঢাকায় ব্রিটিশ তরুণ, ফিরলেন খালি হাতে
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন জানান, দুইজনের মাথা এবং মুখে গুলি লেগেছে।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, পূর্বশত্রুতা বা আধিপত্য বিস্তার নিয়ে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটা জানা যায়নি। ওই এলাকায় পুলিশের অভিযান চলছে। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে রাতে শহরে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।