১৯ এপ্রিল ২০২৩, ১৬:২৩

শিক্ষকের বাসায় গাছে চাপা পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

  © ফাইল ছবি

নোয়াখালীর সুবর্ণচরে গাছ কাটতে গিয়ে চাপা পড়ে ইব্রাহীম খলিল সাগর (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান রিয়াজের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম খলিল সাগর উপজেলার কেরামতপুর গ্রামের নুর নবী সওদাগরের ছেলে। তিনি স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।  

স্থানীয়দের জানায়, স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুজ্জামান রিয়াজ একই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র সাগরসহ কয়েকজনকে তার বাড়িতে গাছ কাটতে নিয়ে যান। সেখানে একটি বড় গাছের টুকরো চার ছাত্র মিলে নিয়ে যাওয়ার সময় অন্য তিন জন ছাত্র গাছের টুকরাটি ছেড়ে দিলে সাগর ওই গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। 

আরও পড়ুন: ৩০ বছর ধরে এলাকার মুসলিমদের ‘ইফতার’ করান ভদ্রেশ্বর পরিবার

এ বিষয়ে জানতে মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুজ্জামানের মোবাইল ফোনে কল করেও তাকে পাওয়া যায়নি। 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক নুরুজ্জামান রিয়াজ পলাতক রয়েছেন।