টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করলো পুলিশ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর রাজধানীর সায়েন্সল্যাবে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রবিবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
পরে লাঠি-শোটা নিয়ে আইডিয়াল কলেজের অভিমুখে রওনা দিয়েছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর গ্রীন রোডের মুখে আসলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ায় শেল নিক্ষেপ করে পুলিশ। বেলা আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই সংঘর্ষের জেরে রাজধানীর গ্রীন রোড এলাকায় যান চলাচল দীর্ঘ সময় বন্ধ ছিল। এতে ফার্মগেট, নিউমার্কেটসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়।
আরও পড়ুন: সায়েন্সল্যাবে ঢাকা-সিটি-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
এদিকে সায়েন্সল্যাবের মোড়ে একটি ভবনে সকাল ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেকারণে ওই এলাকায় এমনিতেই বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এলাকাটি তীব্র যানজট নিয়ন্ত্রণেও কাজ করছেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ সদস্যরা সাইন্সল্যাব মোড়েই অবস্থান করছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের কারণ এখনও সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে শিক্ষার্থীরা জানিয়েছে, আইডিয়াল কলেজের বাসে ঢিল মারাকে কেন্দ্র সংঘর্ষের শুরু হয়।
এর আগে গত বৃহস্পতিবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছে। ওই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে সামনে এসে নাম ফলক খুলে নিয়ে গেছে।
ওই পুরোনো ঘটনার জেরে আইডিয়ালের কয়েকজন শিক্ষার্থী ও ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থীকে মারধর করেছে। এরপর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। আগের ক্ষোভের অংশ হিসেবে সিটি কলেজের শিক্ষার্থীরা আজ সংঘর্ষে জড়িয়ে পড়ে।