১৩ দিন পর দুই কলেজছাত্রীকে উদ্ধার করে যা জানা গেল

গাইবান্ধা থেকে নিখোঁজ দুই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে
গাইবান্ধা থেকে নিখোঁজ দুই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে  © ফাইল ছবি

গাইবান্ধা সরকারি মহিলা কলেজের দুই ছাত্রী নিখোঁজের ১৩ দিন পর তাদের উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে একজন ও গাজীপুরের আশুলিয়ার জিরানি বাজার থেকে অপরজনকে উদ্ধার করা হয়। পরে তাদের নিয়ে যাওয়া হয় গাইবান্ধায়।

দুজনই শহরের পলাশ পাড়ার মেসে থেকে পড়াশোনা করতেন। তাদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলায়। তাদের উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, প্রেমের টানে নিরুদ্দেশ হয়েছিলেন তারা। এ ঘটনায় এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, গাইবান্ধা সদর থানা পুলিশ পাঁচ দিনের অভিযানে কোটচাঁদপুর থেকে এ ছাত্রী ও আশুলিয়ার জিরানি বাজার থেকে অপর ছাত্রীকে উদ্ধার করে গাইবান্ধায় নিয়ে যায়। এ সময় সদর থানার মামলার এজাহারভুক্ত আসামি রিয়াল মণ্ডল হৃদয়কে গ্রেফতার করা হয়েছে।

সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, মেস থেকে বাড়ি যাওয়ার পথে দুই ছাত্রী নিখোঁজ হন। এ ঘটনায় থানায় মামলা হলে অভিযান চালিয়ে দুই ছাত্রী ও প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রেমের টানে তারা উধাও হয়েছিল বলে তিনি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ