যুক্তরাষ্ট্রে ৬ বছরের বালকের গুলিতে শ্রেণিকক্ষে শিক্ষক আহত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ১১:৫৪ AM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩, ১১:৫৪ AM
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছয় বছরের এক বালকের গুলিতে আহত হয়েছেন এক শিক্ষক। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রিচনেক এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হয়নি বলে জানানো হয়েছে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে।
ভার্জিনিয়ার স্থানীয় পুলিশপ্রধান স্টিভ ড্রু সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এখন পুলিশের হেফাজতে রয়েছে ছয় বছর বয়সী ওই শিক্ষার্থী। তারা প্রাথমিকভাবে ধারনা করছেন সে উদ্দেশ্যমূলকভাবেই গুলি করেছে। এটি কোনো দুর্ঘটনা ছিল না বলেও ধারণা তাদের।
পুলিশ আরও জানিয়েছে, গুলিতে আহত শিক্ষক একজন নারী এবং তাঁর বয়স তিরিশের মতো। তিনি গুরুতর আহত হতে পারেন বলেও ধারণা পুলিশের।
শিশু ও তরুণদের হাতে বন্দুক না দিতে সবার সমর্থন চেয়ে রিচনেক এলিমেন্টারি স্কুলের সুপারিনটেনডেন্ট জর্জ পার্কার বলেছেন, আমি হতবাক এবং ভীষণ রকম হতাশ।
যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, গত বছর যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় অন্তত ৪৪ হাজার মৃত্যু হয়েছে। গত বছরের মে মাসে টেক্সাসের উভালদেতে একটি স্কুলে ১৮ বছর বয়সী বন্দুকধারীর গুলিতে ১৯ জন শিশু ও দুই শিক্ষক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে প্রায়শই বন্দুক সহিংসতার ঘটনা ঘটছে।