টিএসসি থেকে ঢাবি শিক্ষার্থীর মোটরসাইকেল চুরি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ১০:৫৯ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২, ১১:২৫ PM
দিনদুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক শিক্ষার্থীর মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় শাহবাগ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সজীব আহসান। তিনি ঢাবির ২০১৪-১৫ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী। বিজয় একাত্তর হলে থাকেন তিনি।
ভুক্তভোগী শিক্ষার্থী সজীব জানান, বিকেলে হল থেকে মোটরসাইকেল নিয়ে টিএসসিতে আসি। এসময় আমি আমার নীল রঙের সুজুকি জিক্সার ১৫০ সিসি (বগুড়া ল-১২৬১৯৫) মডেলের বাইকটি পায়রা চত্বর আর টিএসসি গেটের মাঝে পার্কিং করে ওয়াশরুমে যাই। ওয়াশরুম থেকে এসে দেখি আমার মোটরসাইকেলটি নেই। পরে আশেপাশে অনেক খোঁজার পরও আমার বাইকটি পাইনি। কোথাও না পেয়ে পরে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছি।
এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, এমন কোনো অভিযোগ আমরা পাইনি। এটা ক্রিমিনাল কেস। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী যদি থানায় মামলা করে তাহলে আমরা চুরি হওয়া মোটরসাইকেল খুঁজে পেতে পুলিশকে সকল প্রকার তথ্য দিয়ে সহায়তা করবো।
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আমরা মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা করছি।