ওবায়দুল কাদেরের ছবি বিকৃতি, কারাগারে ইজিবাইক চালক

গ্রেপ্তার স্বপন মিয়াজী
গ্রেপ্তার স্বপন মিয়াজী  © সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে ফেসবুকে প্রচার করার অভিযোগে মো. স্বপন মিয়াজী (৩৫) নামের এক ইজিবাইক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বপন মিয়াজী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেগমপুর গ্রামের আবুল হোসেন মিয়াজীর ছেলে।

জানা গেছে, মো. স্বপন মিয়াজী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে।

আরও পড়ুন : বিশ্বকাপের পুরো সময় জুড়ে থাকবে জাকির নায়েকের বক্তব্য

এতে ওবায়দুল কাদেরসহ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগ এনে শনিবার (১৯ নভেম্বর) রাতে কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

মতলব উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, মামলা দায়েরের পর শনিবার রাতেই স্বপন মিয়াজীকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ