রবীন্দ্র সরোবরে পড়ে ছিল মেরিন ইঞ্জিনিয়ারের রক্তাক্ত মরদেহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০৯:৫৭ AM , আপডেট: ২৩ অক্টোবর ২০২২, ০৯:৫৭ AM
রাজধানীর ধানমন্ডি থেকে এক মেরিন ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবার থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া লাশটি মো. শাহাদাত হোসেন মজুমদার (৫১) নামে এক ব্যক্তির। পেশায় তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার। তিনি কলাবাগান এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরে।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া। তিনি বলেন, রাতে থানায় খবর আসে রবীন্দ্র সরোবারে একজন ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে আছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের শরীরে চারটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড হয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।