ভোট নিশ্চিত করতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকার বান্ডিল দিয়ে ও ভোটারদের কোরআন ছুঁইয়ে প্রতিজ্ঞা করিয়েছেন সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের প্রার্থী মো. সুমন সরকার। এভাবে ভোটে জিতেও যান তিনি।
সবকিছু ঠিকঠাক থাকলেও বাধ সাধল যখন ভোটাররা জানতে পারে তাদের জাল টাকা দিয়ে ভোট কিনেছেন সুমন সরকার।
জানা যায়, সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী প্রার্থী মো. সুমন সরকার ভোটারদের ভোট কিনতে যে বান্ডিল দিয়েছিলেন তার সবই ছিল জাল টাকা। ভোটারদের টাকাগুলো ভোটের আগে খরচ করতে নিষেধও করেছিলেন তিনি।
ভোট শেষে ভোটাররা যখন বুঝতে পারেন, বান্ডিলে করে প্রার্থী যে টাকা দিয়েছিলেন সেগুলো মূলত জাল টাকার নোট। বিষয়টি প্রার্থীকে জানালে তিনি উল্টো জাল টাকা সংরক্ষণ করায় ভোটারকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। প্রার্থী মো. সুমন সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন অন্তত সাতজন ইউপি সদস্য। গতকাল সোমবার ওই জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হয়।
একজন ইউপি সদস্য নাম না প্রকাশের শর্তে বলেন, ‘সুমন শুধু জাল টাকা দিয়েই প্রতারণা করেননি। ভোটের আগের রাতে তিনি ভোটারদের বাড়িতে গিয়ে করমর্দন করে তাঁকে ভোট দেওয়ার জন্য প্রতিশ্রুতি নেন। এ সময় তাঁর হাতে একটি ছোট কোরআন শরিফ ছিল। পরে ভোটের দিন সকালে তিনি ভোটারদের বলেন—তুমি কিন্তু পবিত্র কোরআন শরিফ ছুঁয়ে আমাকে ভোট দেবে বলে কথা দিয়েছ।’
একাধিক এই ইউপি সদস্য বলেন, গত রোববার রাতে প্রার্থীর কাছ থেকে টাকার বান্ডিল নেওয়ার পর গতকাল সোমবার রায়গঞ্জ উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে সুমনকে ভোট দেন তারা। এরপর প্রার্থীর দেওয়া টাকায় কেনাকাটা করতে বেরিয়ে দেখেন টাকাগুলো সব জাল নোট। এ কথা প্রার্থীকে জানালে তিনি সাফ জানিয়ে দেন, জাল নোট যার কাছে পাওয়া যাবে, তাকেই পাকড়াও করবে পুলিশ।