ম্যানেজিং কমিটির দ্বন্দ্বে ছাত্রের প্রাণ যাওয়ায় সরানো হলো ওসিকে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ০৮:৪৯ AM , আপডেট: ১৪ অক্টোবর ২০২২, ০৮:৪৯ AM
রংপুরের পীরগঞ্জে খেতাবেরপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনার পর পীরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়ালকে বদলি করা হয়েছে। রংপুরের ডি-সার্কেল কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দু'পক্ষের সংঘর্ষে প্রাণ যায় ওই ছাত্রের। গত ১০ অক্টোবর সংঘর্ষের ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আরেকটি মামলাও হয়েছে। গত বুধবার রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবী তালুকদার মামলাটি করেন। আগের দুই মামলার মতো এতেও আসামি করা হয়েছে সহকারী শিক্ষক ও মদনখালি ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলামকে।
আরো পড়ুন: ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে রুম থেকে বের করে দিল ছাত্রলীগ
স্থানীয়রা জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বাবুর সঙ্গে দ্বন্দ্ব ছিল আনোয়ারুল ইসলামের। এর মধ্যে ১৫ সেপ্টেম্বর শহিদুলকে সভাপতি করে প্রধান শিক্ষক নুরুন্নবী ম্যানেজিং কমিটি গঠন করলে বিরোধ চরম আকার নেয়।
এ নিয়ে গত ১০ অক্টোবর বিদ্যালয়ের পাশে আনোয়ারুল এবং নুরুন্নবী ও শহিদুলের পক্ষের সংঘর্ষ হয়। এ সময় বাঁশের বল্লমের আঘাতে ৮ম শ্রেণির ছাত্র রমজান আলী আকাশের মৃত্যু হয়। সংঘর্ষ ঠেকাতে গিয়ে আহত হন ওসি আব্দুল আউয়ালসহ ছয় পুলিশ সদস্য। এ ঘটনায় তিন মামলায় আনোয়ারুলসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।