৩০ মিনিট ভেসে থাকা আড়াই বছরের শিশুকে জীবিত উদ্ধার
পঞ্চগড়ে করোতায়া নদীতে লাশের স্রোতের মধ্যেই স্বস্তির খবর দিলেন উদ্ধারকারীরা। নৌকাডুবির প্রায় আধা ঘণ্টা পর আড়াই বছরের শিশুকে জীবিত উদ্ধার করেছেন তারা। দিপু নামে উদ্ধার হওয়া শিশুটি চিকিৎসার পর পুরোপুরি সুস্থ। দুই দিন পর মাকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন বাবা।
স্থানীয় বদেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে দুই সন্তানকে রেখে বাবা ভূপেন, মা রূপালী ও দিপুকে নিয়ে অন্যদের সঙ্গে নৌকায় করে পাড় হচ্ছিলেন। উদ্ধারকারীরা জানান, দিপুকে স্থানীয়দের সহযোগিতায় জীবিত উদ্ধার করে রংপুর মেডিকেলে নেয়া হয়।
পরের দিন রাতে রূপালীর মরদেহ নিজ বাড়ি দেবীগঞ্জ উপজেলার ছত্রা শিকারপুর গ্রামে নেয়া হয়। শিশু সন্তানটি কিছুটা সুস্থ হলে তাকেও বাড়ি আনা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে নদী থেকে।নিখোঁজ আরও অনেকে।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় বলেন, নিখোঁজ ব্যক্তিরা উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।